মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

ছবি: সংগৃহিত

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) সমুদ্র উপকূলে রিখটার স্কেলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল আওমোরি ও হোক্কাইডোর উপকূলের কাছে ছিল।

ভূমিকম্পের ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোও নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছে।

প্রাথমিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

ক্যাটাগরি