মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

আফগানিস্তানের হিন্দুকুশে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহিত

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি বাংলাদেশ সময় সকাল ৫টা ৩৯ মিনিটে অনুভূত হয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত মাসে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজ প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত ও ৯৫৬ জন আহত হন। পাশাপাশি চলতি বছরের আগস্টে পূর্ব আফগানিস্তানে সংঘটিত আরেকটি ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান দুই হাজার ২০০ জনের বেশি মানুষ এবং আহত হন প্রায় চার হাজার। ওই ভূমিকম্পে কুনার প্রদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ক্যাটাগরি