মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সদর উপজেলা

সাংবাদিক আনছার হোসেনের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে রিতাজ আর নেই

দৈনিক আমার দেশ-এর কক্সবাজার স্টাফ রিপোর্টার আনছার হোসেনের পুত্র রিতাজ হোসেন (১৩) ইন্তেকাল করেছে। শনিবার রাত ৮টা ৪০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিতাজ হোসেন অসুস্থতাজনিত কারণে গত দুই দিন আগে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল। সেখানে তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তিনি ‘ডিপ কোমা’য় চলে যান। পরে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্ট দিয়ে কক্সবাজারে আনা হলে সদর হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক আনছার তার ফেসবুক পোস্টে লেখেন, “আমার ছোট ছেলে রিতাজ হোসেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাত্র দুই মাস ১৩ দিন আগে মাকে হারানো ছেলেটির ব্রেইন কোনো সাড়া দিচ্ছে না। তবে হার্টবিট এখনো সচল। ডাক্তারদের আশাহীনতায় আমরা তার লাইফ সাপোর্ট খুলে নিতে বাধ্য হয়েছি।
হাসপাতালের আইসিইউ ছেড়ে আমরা কক্সবাজারের পথে রওয়ানা হয়েছি। নিস্তেজ ছেলেটি অ্যাম্বুলেন্সে শুয়ে আছে। মুখে এখনো অক্সিজেন লাগানো, ফুল স্পিডে অক্সিজেন চলছে। বলতেও পারছি না আমার আদরের, অভিমানী ছেলেটি মারা গেছে; আবার জীবিত আছে সেটাও বলতে পারছি না। তবু আল্লাহর অসীম ক্ষমতা থেকে আমি এখনো নিরাশ হইনি। তিনি মৃত্যুরও মালিক, জীবনেরও মালিক। তিনি যদি আমার ছেলেকে ফিরিয়ে দেন, তাঁকে প্রশ্ন করার কেউ নেই। একজন বাবা হিসেবে আমি মহান আল্লাহর দয়া ও কুদরতের দিকেই তাকিয়ে আছি। আমি তাঁর দয়া থেকে নিরাশ হতে চাই না। তিনি চাইলে এখনো আমার রিতাজকে আমার বুকে ফিরিয়ে দিতে পারেন। হে আল্লাহ, আমি ও আমার মাসুম সন্তানের প্রতি একটু দয়া করো। তোমার মিরাকল বিশ্ববাসীকে দেখাও, খোদা।”
রাতে আরেকটি ফেসবুক পোস্টে তিনি জানান, “আমার আদরের রিতাজ আর নেই

মাত্র দুই মাস আগে স্ত্রীকে হারানোর পর এবার একমাত্র পুত্রের মৃত্যুতে গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন সাংবাদিক আনছার হোসেন ও তার পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, রিতাজের মরদেহ কক্সবাজারের নুনিয়াছড়ার বাসভবনে রাখা হবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকালে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে সাংবাদিক আনছার হোসেনের পুত্রের মৃত্যুতে কক্সবাজার সংবাদ পরিবারসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

ক্যাটাগরি